Tuesday, January 24, 2017

বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতাল এর উদ্যোগে জাতীয় অধ্যাপক (ডা:) নুরুল ইসলামের চতুর্থ মৃত্যু বার্ষিকী উদযাপিত

আজ মঙ্গলবার বিশ্বখ্যাত নন্দিত চিকিৎসকবাংলাদেশে পোষ্ট গ্র্যাজুয়েট মেডিকেল শিক্ষার জনক, বেসরকারী বিশ্ববিদ্যালয় ইউএসটিসি ও বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতাল এর প্রতিষ্ঠাতা  জাতীয় অধ্যাপক (ডা:) নুরুল ইসলামের চতুর্থ মৃত্যু বার্ষিকী।এই উপলক্ষে বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতাল এর উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচীর আয়োজন করা হয়েছে।






সকাল ৮টায়  মরহুমের কবরে পবিত্র কোরআন খতম,মিলাদ ও দোয়া মাহফিল, কবর জেয়ারত এর মাধ্যমে কর্মসূচীর সূচনা করা হয়। উক্ত কর্মসূচীতে বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতাল এর মহাপরিচালক ডা. বদিউল আমাম, উপ-পরিচালক ডা. আবু হেনা মোস্তফা কামাল, ফ্যাকাল্টি অফ মেডিসিন এর ডিন ডা. এহেতাশামুল হক ও অন্যান্য বিভাগীয় প্রধানদের, সকল কর্মকর্তা ও কর্মচারী এবং ইউএসটিসির পক্ষে উপাচার্য প্রফেসর ডা. প্রভাত চন্দ্র বড়ুয়া, উপ-উপাচার্য প্রফেসর  ড. নুরুল আবছার ও অন্যান্য ফ্যাকাল্টি মেম্বারগণ মরহুমের কবরে পবিত্র কোরআন খতমমিলাদ ও দোয়া মাহফিল, কবর জেয়ারতে অংশগ্রহণ করেন।                       

উল্লেখ্য, জাতীয় অধ্যাপক (ডা:) নুরুল ইসলাম জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যক্তিগত চিকিৎসক ছিলেন।  ঢাকা পিজি হাসপাতাল (বর্তমান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়) এর রুপকারপ্রথিতযশা চিকিৎসক তামাক ও ধুমপান বিরোধী জাতীয় সংগঠন আধুনিক প্রতিষ্ঠা করে স্বাস্থ্য সেবায় অবদান রাখায় বিশ্ব স্থাস্থ্য সৎস্থা (হু)র একাধিকবার বিশেষ পদক পান।

তিনি দীর্ঘ দিন ঢাকাস্থ চট্টগ্রাম সমিতির সভাপতিও ছিলেন।

জাতীয় যক্ষা সমিতি, সার্বজনীন জাতীয় ঔষধনীতির প্রণেতা, চিকিৎসা সেবায় অলৌকিক ক্ষমতার অধিকারী এই চিকিৎসা বিজ্ঞানী দেশকে মনেপ্রানে ভালবাসতেন বলে দেশে একের পর এক সেবামূলক প্রতিষ্ঠান গড়ে তুলে চিকিৎসাখাত, স্বাস্থ্যখাত, ঔষধ শিল্পের বিকাশ, ঔষধের যৌক্তিক ব্যবহার ইত্যাদিতে অবদান রেখে চির স্মরনীয় হয়ে উঠেন। মুক্তিযুদ্ধের সময় যখন কোনো বাঙ্গালীর জীবনেরই নিরাপত্তা ছিলনা তখন তিনি জাতির জনক বঙ্গবন্ধুর পিতামাতাকে দীর্ঘদিন হাসপাতালে ভর্তি রেখে তাদের চিকিৎসার পাশাপাশি জীবনের নিরাপত্তাও প্রদান করেছিলেন।


জাতীয় অধ্যাপক (ডা:) এন, ইসলাম ১৯৬৩ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত প্রায় ৩২ টি সম্মননা, স্বীকৃতি ও সংবর্ধনা পেয়েছেন। তিনি জাতীয় ও আন্তর্জাতিক মানের ১৩টি দেশীয় প্রতিষ্ঠানের প্রতিষ্টাতা এবং ১১টি বিদেশী প্রতিষ্ঠানের সেবামূলক কাজের সাথে জড়িত ছিলেন। জাতীয় অধ্যাপক (ডা:) এন, ইসলামের প্রকাশিত বইয়ের সংখ্যা প্রায় দুডজন এবং আন্তর্জাতিক জার্নালে তাঁর শতাধিক প্রবন্ধ প্রকাশিত হয়েছে।